দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাকালীন সম্পাদক আলমগীর মহিউদ্দিনের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে নয়া দিগন্ত কার্যালয়ে এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নয়া দিগন্ত পরিবারের পক্ষ থেকে এই আয়োজন করা হয়।
এতে তার দীর্ঘ কর্মময় ও ব্যক্তিগত জীবন নিয়ে স্মৃতিচারণ করেন নয়া দিগন্তের প্রকাশক শামসুল হুদা এফসিএ, সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, সিটি এডিটর আশরাফুল ইসলাম ও চিফ রিপোর্টার আবু সালেহ আকন।
স্মরণসভা ও দোয়া মাহফিল শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত করেন নয়া দিগন্তের সহ-সম্পাদক হাফেজ মাওলানা মুফতি বেলায়েত হুসাইন। দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান।
এসময় নয়া দিগন্তের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আলমগীর মহিউদ্দিন গত শনিবার (২৩ আগস্ট) বেলা দেড়টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ফার্মগেটের মনিপুরীপাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
ব্যক্তিজীবনে আলমগীর মহিউদ্দিন দুই মেয়ের বাবা। তার বড় মেয়ে কানাডায় বসবাস করেন। চার বছর আগে তার স্ত্রী মারা যান।