তদন্তকাজে বাধা দিলে নাম প্রকাশ করে দেব : দুদক চেয়ারম্যান

তদন্তকারী কর্মকর্তারা সৎ হলে চাপ কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন |সংগৃহীত

দুর্নীতির তদন্তকাজে বাধাগ্রস্ত করতে কেউ চাপ প্রয়োগ করার চেষ্টা করলে তার নাম প্রকাশ করে দেয়া হবে বলে সতর্ক করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুদকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তদন্তকারী কর্মকর্তারা সৎ হলে চাপ কমে আসবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যিনি দুর্নীতিগ্রস্ত হন, তার ওপরই চাপ বেশি আসে। দুর্নীতিগ্রস্ত না হলে, ঘাড় সোজা থাকলে চাপ কম আসবে।

তিনি আরো বলেন, আপনাকে যারা চাপ দেবে, তারাও চিন্তা করবে চাপ দেবে কিনা। আগামী দিনগুলোতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করবে, আমরা তাদের নাম প্রকাশ করবো।