আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সচিব বলেন, ইইউ’র সাথে আমাদের যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে, সে অনুযায়ী তাদের সুবিধা প্রভাইড করব। পররাষ্ট্র মন্ত্রণালয়, ইইউ এবং ইসির মধ্যে এই চুক্তি হয়। আইভার্স ইজাবস ইইউ দলের নেতৃত্ব দেবেন। তিনি ইউরোপীয় সংসদের সদস্য। তাদের বলেছি, স্থানীয় প্রটোকল অনুসরণ করতে হবে। তারা নিজেদের কিছু ইক্যুইপমেন্ট আনবেন। কাজ শেষে ফেরত নিয়ে যাবেন। বিদেশী পর্যবেক্ষকদের নীতিমালা তারা মানবেন।
তিনি বলেন, প্রার্থীদেরসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাক, এটা আমরা চাই।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, গত সোমবার চুক্তি হয়েছে। এরপর বেলজিয়াম থেকে অনুমোদনের পর গতকাল মঙ্গলবার ইসিকে জানানো হয়।



