যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শুরু হয়েছেন।
লন্ডনের স্থানীয় সময় (১৩ জুন) সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে অংশ নিতে বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে বের হন তারেক রহমান। দুপুর ২টায় তিনি হোটেলে প্রবেশ করেন। সেখানে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসেন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের বরাত দিয়ে এ তথ্য জানান মিডিয়া সেলের সদস্য শায়েরুল কবির খান।
এর আগে লন্ডনে বৈঠকের জন্য ড. ইউনূসের পক্ষ থেকে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়। বৈঠকে দুই নেতার মধ্যে আগামী জাতীয় নির্বাচন, দেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট, সংস্কার ও জুলাই চার্টার এবং কৌশলগত বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এপ্রিল থেকে আরো সামনের দিকে এগিয়ে নেয়া, সংস্কার ও জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে।
সূত্র মতে, বিএনপির পক্ষ থেকে আগামী নির্বাচনের সময় এগিয়ে আনার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হবে। দলটি মনে করছে, এপ্রিল মাসে নির্বাচন সম্ভব নয়। তার কারণ ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে একাধিকবার ব্যাখ্যা দেয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি থেকে সরে আসতে পারে বিএনপি। এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসকে নির্বাচনের জন্য উপযুক্ত মনে করছে দলটি। এছাড়া বিগত কয়েক মাস ধরে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টা খলিলুর রহমানসহ দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে আসছে, সেটিও বৈঠকে আলোচনা আসবে।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লন্ডনে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এই বৈঠকের কোনো ফরমেট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা, তাই প্রধান উপদেষ্টার সাথে মিটিংটি হবে।