জাতীয় রাজস্ব বোর্ডের ৪১ জন কর কর্মকর্তাকে একসাথে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজস্ব বোর্ডের কর প্রশাসন মঙ্গলবার (১৯ আগস্ট) এক চিঠিতে এই বদলির আদেশ দেয়।
জুন মাসে এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এরপর জুলাইয়ের শুরু থেকেই রাজস্ব বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো, সাময়িক বরখাস্তের মতো বিভিন্ন ধরনের শাস্তি কার্যকর করা শুরু করে সরকার।
জুলাইয়ের শুরুতে চারজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর কিছুদিন পর বদলির আদেশের চিঠি ছিঁড়ে ফেলার ঘটনায় ১৪ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
আন্দোলনের জের ধরে এখন পর্যন্ত ৩০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে দুপুরে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এক সংবাদ সম্মেলনে এনবিআরের শীর্ষ ১৭ জন কর্মকর্তার বিরুদ্ধে ‘জ্ঞাত আয় উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত’ হওয়ার কথা জানান এবং ওই কর্মকর্তাদের সম্পদের হিসেব চেয়ে আদেশ জারি করে।