এমআরটির ৪ মাসব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

গণমাধ্যম অঙ্গনে দক্ষ, সৎ ও পেশাদার সাংবাদিক তৈরির মিশন নিয়ে ২০০৯ যাত্রা শুরু করেছিলো নয়া দিগন্তের সহযোগী এ প্রতিষ্ঠানটি।

নয়া দিগন্ত অনলাইন
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন বাবর
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন বাবর |নয়া দিগন্ত

দীর্ঘ ১৩ বছর পর শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৮টায় নয়া দিগন্ত কার্যালয়ে মিডিয়া মিশন কোর্সের উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে নতুন উদ্যোমে যাত্রা শুরু করেছে সেন্টার ফর মিডিয়া রিসার্স অ্যান্ড ট্রেনিং-এমআরটি।

গণমাধ্যম অঙ্গনে দক্ষ, সৎ ও পেশাদার সাংবাদিক তৈরির মিশন নিয়ে ২০০৯ যাত্রা শুরু করেছিলো নয়া দিগন্তের সহযোগী এ প্রতিষ্ঠানটি। মাত্র ৪ বছরের মাথায় ২০১৩ সালে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে এমআরটি তার সকল কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন বাবর। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, এমআরটির উপদেষ্টা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আতাউর রহমান সরকার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব দেলোয়ার হোসাইন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রফিকুজ্জামান রুম্মান।

এমআরটির কো-অর্ডিনেটর নুরুল ইসলামের সঞ্চালনায় শুরুতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব, সাংবাদিকদের ভূমিকা এবং নিজের সাংবাদিকতায় আসার স্মৃতিচারণ করেন নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী। এরপর মিডিয়া মিশন কোর্সের ডিটেইল্স তুলে ধরেন এমআরটির কো-অর্ডিনেটর সৈয়দ মূসা রেজা।

প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে নয়া দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন বাবর এমআরটির কার্যক্রম শুরু করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক মীর কাসেম আলীকে স্মরণ করেন। তিনি বলেন, আমাদের সৎ এবং সাহসী সাংবাদকর্মীর বড়ই অভাব। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের বস্তুনিষ্ঠ ও সত্যের ওপর থাকা অত্যন্ত জরুরি। এ জায়গায় বিচ্যুতি হওয়ায় দেশকে ১৬ বছরের স্বৈরশাসনের মধ্য দিয়ে যেতে হয়েছিলো। প্রশিক্ষণার্থীরা এ কোর্সকে ভালোভাবে আত্মস্থ করে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমআরটির উপদেষ্টা আতাউর রহমান সরকার দেশ ও জাতির সামগ্রিক উন্নয়নে মিডিয়ার উপযোগিতা তুলে ধরে উপস্থিত সবাইকে দক্ষ হয়ে ওঠার কথা বলেন। তিনি এমআরটির পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান কার্যক্রমের সূচনার জন্য। আগামী দিনে যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

এরপর সংক্ষেপে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এমআরটির উপদেষ্টা দেলোয়ার হোসাইন। সবশেষে অংশগ্রহণকারীদেরকে UniMed UniHealth এর সৌজন্যে ব্যাগ এবং শিক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।

চার মাসের মিডিয়া মিশন কোর্সে প্রশিক্ষণার্থীরা বেসিক জার্নালিজম, মোজো, টেলিভিশন জার্নালিজম, নিউজ প্রেজেন্টেশন, অনলাইন জার্নালিজম, ডিজিটাল জার্নালিজম, এসইও, ভিডিও জার্নালিজম, ফ্যাক্টচেকসহ সাংবাদিকতার সবগুলো অনুষঙ্গের ক্লাস পাবেন।

এমআরটির পরিচালনা পরিষদ জানিয়েছেন, এটি এমআরটির দ্বিতীয় ধাপের উদ্বোধনী কোর্স। শিগগিরই চাহিদা অনুযায়ী সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে একাধিক কোর্স চালু হবে।

এমআরটির সাথে যোগাযোগ:

ফোন: ০১৭৭৯ ৭২৯০৩১

ই-মেইল: [email protected]

ঠিকানা: ১ আর.কে.মিশন রোড, মানিক মিয়া ফাউন্ডেশন ভবন, লেভেল-৪, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা-১২০৩।