স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর-এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্ব পেয়েছেন কাজী গোলাম মোস্তাফা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মকর্তাকে প্রধান প্রকৌশলী পদে ‘রুটিন দায়িত্ব’ প্রদানপূর্বক তার নামে পার্শ্বে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো :
কর্মকর্তার নাম, পদবি ও বর্তমান কর্মস্থল : অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী) (প্রেষণ), জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), সদর, ঢাকার কাজী গোলাম মোস্তাফা।
পদায়নকৃত পদবি ও কর্মস্থল : প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ ১ ডিসেম্বর ২০২৫ তারিখ হতে কার্যকর হবে। বাসস



