তথ্য উপদেষ্টা

সাংবাদিকদের ভালো বেতন নিশ্চিত করলেই গণমাধ্যমের অনেক সমস্যা কেটে যাবে

‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই প্রণয়ন করা সম্ভব হবে।’

নয়া দিগন্ত অনলাইন
‘সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (খসড়া)’ বিষয়ক আলোচনা সভায় উপদেষ্টা মাহফুজ আলম
‘সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (খসড়া)’ বিষয়ক আলোচনা সভায় উপদেষ্টা মাহফুজ আলম |বিবিসি

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকদের ভালো বেতন নিশ্চিত করতে পারলে গণমাধ্যমে বিদ্যমান অনেক সমস্যা কেটে যাবে।

তিনি বলেন, ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই প্রণয়ন করা সম্ভব হবে।’

বুধবার ঢাকার তথ্য ভবনে ‘সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (খসড়া)’ বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, ‘গণমাধ্যম সংস্কার কমিশন প্রস্তাবিত সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশের বিভিন্ন দিক পর্যালোচনা করা হচ্ছে। প্রস্তাবিত এই অধ্যাদেশ চূড়ান্তকরণের আগে সংশ্লিষ্ট অংশীজনের মতামত নেয়া প্রয়োজন।’

উপদেষ্টা আগামী দশ দিনের মধ্যে এই বিষয়ে লিখিত মতামত ও প্রস্তাব প্রদানের জন্য সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘সংবাদপত্র মজুরিবোর্ড বাস্তবায়নের সাথে একাধিক মন্ত্রণালয় জড়িত। মজুরিবোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো সমাধানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে।’

তিনি সাংবাদিকদের বেতন যৌক্তিক পর্যায়ে উন্নীত করার জন্য গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান। বিবিসি