ভারতে আটক ৩২ জেলে ফিরলেন দেশে, ফেরত পাঠানো হলো ৪৭ জনকে

এ সময় ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকাও ফেরত দিয়েছে এবং বাংলাদেশ কোস্টগার্ড তিনটি ভারতীয় মালিকানাধীন মাছ ধরার জাহাজ ফেরত দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ও ভারতে আটক জেলেদের প্রত্যাবাসন সম্পন্ন
বাংলাদেশ ও ভারতে আটক জেলেদের প্রত্যাবাসন সম্পন্ন |সংগৃহীত

আন্তর্জাতিক পানিসীমা অতিক্রমের অভিযোগে ভারতে আটক ৩২ জন বাংলাদেশী জেলে এবং বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় জেলের পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে আন্তর্জাতিক পানিসীমায় দু’ দেশের উপকূলরক্ষী বাহিনীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জেলেদের হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক রেখা বরাবর বঙ্গোপসাগরে এই হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ড সদস্যদের কাছ থেকে ৩২ জন বাংলাদেশী জেলেকে গ্রহণ করে এবং আনুষ্ঠানিকভাবে ৪৭ জন ভারতীয় জেলেকে হস্তান্তর করে।

এ সময়, ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকাও ফেরত দিয়েছে এবং বাংলাদেশ কোস্টগার্ড তিনটি ভারতীয় মালিকানাধীন মাছ ধরার জাহাজ ফেরত দিয়েছে।

পৃথকভাবে, মেঘালয়ে আটক ছয় বাংলাদেশী জেলেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর তত্ত্বাবধানে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আজ প্রত্যাবাসন করা হবে বলে আশা করা হচ্ছে।

বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) উভয়ই প্রত্যাবাসন সহজতর করার জন্য কাজ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ উপকূলীয় রক্ষী বাহিনী, বিজিবি, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য প্রাসঙ্গিক সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টায় প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বাসস