দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলক বেশি : ফারুক-ই-আজম

দুর্যোগ প্রশমনের জন্য সরকার কর্তৃক নির্মিত ঘূর্ণিঝড় শেল্টারগুলো একই জায়গায় না করে দুর্যোগ প্রবণ এলাকায় নির্মাণ করলে মানুষ বেশি উপকৃত হতো।

নয়া দিগন্ত অনলাইন
আলোচনা সভায় উপদেষ্টা ফারুক-ই-আজম
আলোচনা সভায় উপদেষ্টা ফারুক-ই-আজম |বাসস

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

তিনি আরো বলেন, দুর্যোগ প্রশমনের জন্য সরকার কর্তৃক নির্মিত ঘূর্ণিঝড় শেল্টারগুলো একই জায়গায় না করে দুর্যোগ প্রবণ এলাকায় নির্মাণ করলে মানুষ বেশি উপকৃত হতো।

আজ সোমবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে ব্যতিক্রম হিসেবে এবছর দিবসটি রাজধানীর বাইরে, দুর্যোগপ্রবণ অঞ্চল বরিশালে আয়োজন করা হয়েছে।

উপদেষ্টা বলেন, অনেক জায়গায় একই স্থানে স্কুল কাম সাইক্লোন শেল্টার তৈরি না করে দুর্যোগ প্রবণ এলাকায় করলে মানুষ বেশি উপকৃত হতো।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। ভৌগলিক অবস্থান, নদীর সংখ্যাধিক্য, ঘন বসতি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

তিনি আরো বলেন, বাস্তবতা অনুধাবন করে সরকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করেছে।

প্রচলিত জরুরি সাড়াদান, ত্রাণ ও পুনরুদ্ধার নির্ভর পদ্ধতির পরিবর্তে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকি হ্রাস, সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই পুনর্গঠন-এর ওপর এখন সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা।

তিনি বলেন, দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর করার উপলব্ধি থেকেই বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে একটি ধারাবাহিক, প্রাতিষ্ঠানিক ও বিজ্ঞানভিত্তিক প্রক্রিয়া হিসেবে গড়ে তোলা হচ্ছে।

এসময় প্রশিক্ষিত ভলান্টিয়ার সমস্যা নিরসনে আনসার ও ভিডিপিকে সম্পৃক্ত করার প্রক্রিয়া আরম্ভ করাসহ নানা ধরনের পরিকল্পনার কথা জানান উপদেষ্টা।

বরিশাল, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা এসব দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে দুর্যোগ প্রশমনের জন্য সরকার কর্তৃক নির্মিত ঘূর্ণিঝড় শেল্টারগুলো বর্তমানে কী অবস্থায় রয়েছে এবং আগামীতে যেগুলো নির্মাণ হতে যাচ্ছে সেগুলো যথার্থ জায়গায় নির্মাণ করার জন্য নির্ধারণ করা হয়েছে কি না, এটা নির্ণয় করতেই উপদেষ্টা বিভিন্ন জায়গা পরিদর্শন করছেন বলে জানান।

এর আগে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে বরিশালের বিভাগীয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

পরে দিবসটি উপলক্ষে শহরের বেলস পার্ক মাঠে মহড়া অনুষ্ঠিত হয়।

বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেওয়ানুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সূত্র : বাসস