দেশে পৌঁছেছে ২৯ হাজারের বেশি প্রবাসীর ভোটসহ পোস্টাল ব্যালট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিদেশ থেকে পাঠানো ২৯ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে। এখন পর্যন্ত ৪ লাখের বেশি প্রবাসী ভোটার তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

বিশেষ সংবাদদাতা
সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশ থেকে পোস্টাল ব্যালটে প্রবাসীদের পাঠানো ভোট দেশে পৌঁছাতে শুরু করেছে। তেজগাঁও ডাক বিভাগের মেইলিং সেন্টারে এসব এসে পৌঁছাচ্ছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট ভোটসহ দেশে দেশে পৌঁছেছে।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ইতোমধ্যে ৪ লাখ ৫ হাজার ১৬৪ প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন বলে ইসির ওসিভি-এসডিআই প্রকল্প থেকে জানা গেছে।

প্রকল্প পরিচালক ড. সালীম আহমাদ খান জানান, ব্যালট সংশ্লিষ্ট দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৪ লাখ ৯৯ হাজার ৩২৮টি। ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে ৪ লাখ ৩২ হাজার ৩৮৯টি। আর ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি।