মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত

জামায়াত আমিরের সাথে নিহতদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ

মাইলস্টোন ট্রাজেডিতে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সাথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন।

নয়া দিগন্ত অনলাইন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করেন মাইলস্টোন ট্রাজেডিতে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের সাথে সাক্ষাৎ করেন মাইলস্টোন ট্রাজেডিতে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা |সংগৃহীত

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় তার সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও স্বজনহারানোরা।

মাইলস্টোন ট্রাজেডিতে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সাথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং তাদের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তাদের ধৈর্য্য ধরার পরামর্শ ও সান্ত্বনা দেন। জামায়াতের পক্ষ থেকে তাদের সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন এবং তাদের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

গত ২১ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও বিধ্বস্ত বিমানের পাইলটসহ অন্তত ৩৬ জন নিহত হয়।