টিআইবি

সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠন হয়েছে

নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট কোনো রোডম্যাপ না থাকার কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ হবে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।

সোমবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব মন্তব্য করে সংস্থাটি।

প্রতিবেদনে উল্লেখ করা, কিংস পার্টির প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চান এই কিংস পার্টি কারা?

জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘এটা গোপন করার কিছুই নেই। এটি জাতীয় নাগরিক পার্টি, তার সম্পর্কে বলা হয়েছে যে- কিংস পার্টি। কারণ, এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন, তাদের মধ্যে দু’জন সরকারে এখন আছেন। সে হিসেবে কিংস পার্টি।’

টিআইবির প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তকোর্ন্দলের ঘটনায় গত বছরের অগাস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৪৭১টি রাজনৈতিক সংঘাতে ১২১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে পাঁচ হাজারেরও অধিক ব্যক্তি।

টিআইবি তাদের গবেষণায় রাজনৈতিক এসব সংঘাতের ঘটনায় ৯২ শতাংশ ক্ষেত্রে বিএনপি, ২২ শতাংশ ক্ষেত্রে আওয়ামী লীগ, পাঁচ শতাংশ ক্ষেত্রে জামায়াত ও এক শতাংশ ক্ষেত্রে এনসিপির সংশ্লিষ্টতা পেয়েছে।

একই সাথে আধিপত্য প্রতিষ্ঠা, দখলবাজি ও চাঁদাবাজির সংস্কৃতি এখনো অব্যাহত রয়েছে বলেও বলা হয় প্রতিবেদনে।

এই প্রতিবেদনে আরো বলা হয়, নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সুস্পষ্ট কোনো রোডম্যাপ না থাকার কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ হবে।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে টিআইবির প্রতিবেদনে বলা হয়, ‘কয়েকটি দলের চাপে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা ভবিষ্যতে প্রতিপক্ষ দমনের রাজনৈতিক সংস্কৃতি তৈরি ঝুঁকি সৃষ্টি করবে।’