জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দু’জন গুলিবিদ্ধ

বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করতে যায়। এ সময় পুলিশের সাথে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যুবকের ডান হাতে এবং অপর যুবক বাম হাতে গুলি লেগে আহত হন।

নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ |সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে রাহুল (২২) ও মনির হোসেন (২৫) নামে দু’জন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদেরকে ইসলামিক ব্যাংক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাতে দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতের দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দু’ যুবককে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, রাতের দিকে বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করতে যায়। এ সময় পুলিশের সাথে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যুবকের ডান হাতে এবং অপর যুবক বাম হাতে গুলি লেগে আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যালে জরুরি বিভাগে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

তিনি আরো জানান, ৪ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে। তবে আহতরা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।