সিইসির সাথে বৈঠক শেষে আসিফ মাহমুদ

ইসির পক্ষপাত ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা

যদি দেখি একপক্ষ নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে আমরা আবারো রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবো।

বিশেষ সংবাদদাতা
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া |ইন্টারনেট

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, তফসিল ঘোষণার পর থেকে মনোনয়নপত্র বাছাইসহ সামগ্রিক কাজে নির্বাচন কমিশনের আচরণে পক্ষপাত দেখা যাচ্ছে। আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, যদি দেখি একপক্ষ নির্বাচনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে আমরা আবারো রাজপথে আন্দোলনে যেতে বাধ্য হবো।