সার্ক কৃষি কেন্দ্র (এসএসি) তাদের পিএইচডি স্কলারশিপ প্রোগ্রাম ২০২৫-এর জন্য আবেদনপত্র আহ্বান করেছে, এর বিশেষ লক্ষ্য জিনোম সম্পাদনা এবং চাপ-সহনশীল ফসলের জাত উন্নয়ন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই উদ্যোগটি উন্নত জৈবপ্রযুক্তিতে গবেষণা জোরদার করার এবং কৃষিতে জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় সমাধান বিকাশের ডিজাইন করা হয়েছে।
এসএসি কর্মকর্তারা জানান, এ কর্মসূচির মাধ্যমে তরুণ গবেষকদের আধুনিক দক্ষতায় দক্ষ করে তোলা হবে যাতে তারা খরা, লবণাক্ততা ও অন্যান্য পরিবেশগত চাপ সহনশীল ফসলের নতুন জাত উদ্ভাবন করতে পারেন।
ঘোষণায় এসএসি বলেছে, ‘দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা নির্ভর করে স্থিতিশীল কৃষির ওপর এবং এ বৃত্তি ভবিষ্যতের সেই প্রজন্মের বিজ্ঞানী তৈরি করতে সহায়তা করবে যারা এ পরিবর্তন নেতৃত্ব দেবে।’
আবেদনের নির্দেশিকা ও ফরম পাওয়া যাবে এসএসি’র ওয়েবসাইটে (www.sac.org.bd) অথবা এই লিংকে : https://www.sac.org.bd/saarc-phd-scholarship-programme-2025-in-genome-editing-stress-tolerant-crop-variety-from-bangladesh/application-phd_bangladesh/
আগ্রহী প্রার্থীদের আগামী ৭ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। বাসস