জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আজ থেকে পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।
এনআইডি ডিজি এ এস এম হুমায়ুন কবীর বলেন, নির্বাচন কমিশনের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের যে নির্দেশনা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সকল ক্যাটাগরির এনআইডি সংশোধনের আবেদন করা যাবে।
তিনি বলেন, আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এটা আবার পুনরায় চালু করা হয়েছে।
তিনি আরো বলেন, আমারা ওসিভি এবং আইসিপিভি নিয়ে কনসার ছিল। এজন্য আমাদের যে সময় লেগেছে আমরা সেই সময় পর্যন্ত এটা বন্ধ রেখেছিলাম। এখন ওসিবি এবং আইসিপিভি কমপ্লিট হয়ে গেছে। আমাদের নির্বাচনের প্রার্থিতা সম্পূর্ণ হয়ে গেছে। ভোটার তালিকা এখন সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের স্বাভাবিক কাজে ফিরে আসতে হবে।
এনআইডি সংশোধন কার্যক্রম সারা বছরের চলমান প্রক্রিয়ার অংশ উল্লেখ করে তিনি বলেন, আমরা এটা বন্ধ রেখেছিলাম। এখন ওপেন করে দিয়েছি। কমিশনের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের যে নির্দেশনা ছিল তা প্রত্যাহার করা হয়েছে।



