সুদানের আবেই এলাকায় ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশী শান্তিরক্ষীর লাশ দেশে এসেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহন করে নিয়ে আসে।
এ সময় তাদের সসম্মানে গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, এসবিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি। এছাড়া লাশ গ্রহণকালে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; বাংলাদেশে জাতিসঙ্ঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি; আবেইতে মোতায়েনরত জাতিসঙ্ঘ মিশন ইউনিসফার ফোর্স কমান্ডারের প্রতিনিধি, চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসার; পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন); পরিচালক, ওভারসিজ অপারেশন পরিদফতর, সেনা সদর; ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।
আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) ঢাকার সেনানিবাসস্থ কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারযোগে পাঠানো হবে। এরপর যথাযথ সামরিক মর্যাদায় তাদের দাফন কার্য সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, সন্ত্রাসী ড্রোন হামলায় ছয় শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি নয়জন আহত হন, যাদের মধ্যে আটজন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে (লেভেল–৩ হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন।



