ঢাবির প্রফেসর আতাউর রহমানের ইন্তেকালে ইউটিএফের শোক

যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগেফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

নয়া দিগন্ত অনলাইন
ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আতাউর রহমান বিশ্বাস
ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আতাউর রহমান বিশ্বাস |সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) এর আহবায়ক প্রফেসর আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম-ইউটিএফের আহবায়ক প্রফেসর ড. মো: সিরাজুল ইসলাম ও সদস্য সচিব ড. শামীম হামিদী ।

যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগেফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহের পাশাপাশি মরহুমের শিক্ষা বিস্তারে যাবতীয় খেদমত কবুল করে তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের গবেষক শিক্ষকদের সুন্দরবনে শিক্ষা সফর চলাকালে বুধবার (৭ জানুয়ারি) সকালে প্রফেসর আতাউর রহমান বিশ্বাস ম্যাসিভ হার্ট অ্যাটাক করেন এবং জাহাজেই ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বাদ এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে এবং মরহুমের গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জে দাফন সম্পন্ন হবে।