খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনকে সামনে রেখে সারাদেশে, বিশেষ করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকার খ্রিস্টানদের যথাযথ ধর্মীয় উৎসাহ ও উদ্দীপনার সাথে এবং উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপনের সুযোগ করে দেয়ার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি বলেন, ‘বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন নিশ্চিত করার জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রতিটি গির্জায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গুলশান ও বনানীসহ রাজধানীর অভিজাত এলাকাগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে, এ এলাকাগুলোকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে।’
নিরাপত্তা ব্যবস্থা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যরা ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত টহল জোরদার করেছে।
তিনি বলেন, ‘উৎসবের সময় উন্নত ট্র্যাফিক ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-কে নির্দেশ দেয়া হয়েছে।’
এদিকে, শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে বড়দিন উদযাপন নিশ্চিত করতে রাজধানীতে আতশবাজি, পটকা, লণ্ঠন ও গ্যাস বেলুন ব্যবহারের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে ডিএমপি।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। জন-নিরাপত্তার স্বার্থে এবং এই উৎসব চলাকালে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পবিত্র বড়দিন উৎসব সুষ্ঠু ও নিরাপদে উদযাপন নিশ্চিত করতে নগরবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করেছেন ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী।
পুলিশ বলেছে, এ নির্দেশ মেনে চলার ফলে রাজধানীজুড়ে শান্ত, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে। বাসস



