সাম্প্রতিক আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর জন্য নিরাপদ পানির সঙ্কট মোকাবেলায় জরুরি মানবিক সহায়তার অংশ হিসেবে দু’টি বিশুদ্ধ পানির ট্যাংক স্থাপন করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় ঢাকা মহানগর আনসার পরিচালক মো: আসাদুজ্জামান গণি আনুষ্ঠানিকভাবে ট্যাংক দুটির উদ্বোধন করেন।
প্রতিদিন ট্যাংকগুলোতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকবে, যা অগ্নিদুর্গত মানুষের স্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ সহায়তা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: আসাদুজ্জামান গণি বলেন, ‘দুর্যোগের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের অঙ্গীকার। কড়াইলের ক্ষতিগ্রস্ত মানুষ যেন নিরাপদ পানি পায়, সেই নিশ্চয়তা দিতেই মহাপরিচালকের নির্দেশনায় এই ট্যাংক স্থাপন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো সঙ্কটে জনগণের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে।’
আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা এই মানবিক উদ্যোগকে গভীর কৃতজ্ঞতার সাথে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দুর্ঘটনার পরপরই বিশুদ্ধ পানির সঙ্কট ছিল সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। নতুন ট্যাংক স্থাপনের ফলে দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত পুনরুদ্ধারে সহায়তা মিলবে। এই জনকল্যাণমূলক উদ্যোগ কড়াইল এলাকার পুনর্বাসন ও পুনর্গঠনের চলমান প্রচেষ্টাকে আরো ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রয়োজন ও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় নেয়া এই উদ্যোগ দুর্যোগ-উত্তর পরিস্থিতিতে স্থানীয়দের জন্য দ্রুত স্বস্তি, নিরাপত্তা ও আশার বার্তা নিয়ে এসেছে। এর আগে আগুনের পর নয় দিনব্যাপী দু’ হাজার মানুষকে দু’বার করে রান্না করা খাবার, ৯০০ কম্বল এবং জরুরি সহায়তা হিসেবে এক হাজার ২০০ প্যাকেট শিশুখাদ্য (গুঁড়া দুধ) বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসারের জোন কমান্ডারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, অঙ্গীভূত আনসার, আনসার ব্যাটালিয়ন এবং টিডিপি সদস্যরা। বাসস



