সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে সাদাপাথর পর্যটন এলাকায় পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ গঠিত তদন্ত কমিটি আজ বুধবার গণশুনানি করেছে।
সিলেট সার্কিট হাউসে সকাল থেকে দুপুর পর্যন্ত গণশুনানি শেষে কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন জানান, গণশুনানিতে মূলত দু’টি বিষয় ছিল প্রধান। এর মধ্যে একটি, কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল কি না; অন্যটি এরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়।
এই দুই ইস্যুতে স্টেকহোল্ডারদের কাছ থেকে সুপারিশ ও মতামত গ্রহণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত তদন্ত কমিটি।
সার্বিকভাবে পর্যালোচনা শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা জানান তিনি।
এ সময় সাংবাদিকদের কাছে তদন্তে প্রয়োজনীয় কোনো তথ্য থাকলে তা প্রদানের আহ্বান জানান তিনি।
বুধবার সকালে সিলেট সার্কিট হাউজে আয়োজিত গণশুনানি শুরু হয়। শুনানিতে অংশ নিয়ে নিজেদের বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার থেকে শুরু করে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। পরিবেশ অধিদফতরের কর্মকর্তারাও শুনানিতে অংশ নেন। এছাড়া পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, ট্রাক পরিবহন মালিক সমিতি, পাথর ব্যবসায়ী সমিতি এবং সাংবাদিক নেতারাও শুনানিতে অংশ নিয়ে তদন্ত কমিটির কাছে বক্তব্য রাখেন।
মন্ত্রিপরিষদ গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সিলেটে গতকাল মঙ্গলবার থেকে কাজ শুরু করেছে। প্রথমে তারা সরেজমিনে সাদাপাথর পরিদর্শন করেন। এর আগে গত ২০ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি গঠিত হয়।