সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। অল্প সময়ের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজ রোববার দুপুর ২টার দিকে সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, নতুন ১ নম্বর ২০ তলা ভবনের ৯ তলায় বাইরের দিকের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন ধরে যায়। দুপুর ২টায় আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ২টা ২ মিনিটে। পরে আরো দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়।
তবে ইউনিটগুলোর কাজ করার প্রয়োজন হয়নি। অগ্নি নির্বাপণসামগ্রী ব্যবহার করে ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রাথমিকভাবে আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সূত্র : বাসস



