জাতীয় পরিচয়পত্র জাল করার অভিযোগে গ্রেফতার ২

অভিযুক্তরা অত্যাধুনিক প্রক্রিয়ায় জালিয়াতি এবং তথ্য বিক্রির নেটওয়ার্কের মাধ্যমে প্রতি মাসে কোটি টাকা আয় করত বলে অভিযোগ রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
গ্রেফতার
গ্রেফতার |ইন্টারনেট

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড জালিয়াতি ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রি করার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) একজন কম্পিউটার অপারেটর-কাম-অফিস সহকারীসহ দু’জনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বৃহস্পতিবার সিআইডি সদর দফতরের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো: জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযুক্তরা অত্যাধুনিক প্রক্রিয়ায় জালিয়াতি এবং তথ্য বিক্রির নেটওয়ার্কের মাধ্যমে প্রতি মাসে কোটি টাকা আয় করত বলে অভিযোগ রয়েছে।

অননুমোদিত প্রবেশাধিকার এবং জাল নথি ব্যবহার করে, সিন্ডিকেটটি জাল জাতীয় পরিচয়পত্র তৈরি করে এবং বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্নজনের ব্যক্তিগত তথ্য বিক্রি করে আসছে।

সিআইডি জানায়, জালিয়াতি এবং তথ্য বিক্রির নেটওয়ার্কের সাথে সম্পৃক্তদের চিহ্নিত এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। উক্ত অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সূত্র : বাসস