বায়তুল মোকাররমে ঈদের জামাত

বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা

মোনাজাতে দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত |সংগৃহীত

দেশ ও জাতির শান্তি-শৃঙ্খলা কামনা এবং নিরাপত্তার স্থায়িত্ব চেয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। একইসাথে মোনাজাতে দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়েছে।

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাতে ইমাম ছিলেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

শনিবার (৭ জুন) সকাল ৭টা এ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে খুতবা দেন ইমাম। খুতবা শেষে মোনাজাত করা হয়। এতে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের জন্য দোয়া করা হয়। পাশাপাশি, সব মানুষের সুখ, শান্তি ও নিরাপত্তা কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

প্রথম জামাতের পর বায়তুল মোকাররমে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে ঈদের জামাতগুলো অনুষ্ঠিত হবে।