বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে তাকে দেখতে তার বাসায় যান অন্তর্বর্তী সরকারের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২৫ জুলাই) তার সাথে দেখা করে শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান রবের নিকট দো’য়া করেন উপদেষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির জনাব ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিক্যাল থানা আমির ডা: খালিদুজ্জামান।
এর আগে শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। পরে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেয়া শেষে নিজ বাসায় অবস্থান করছেন। এখন তার শারীরিক অবস্থা ভালো বলে জানা গেছে।