রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ৭২২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, একটি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৪৬টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ২২৯টি।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ১১টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ১২২টি।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ২০৪টি।
ট্রাফিক-মিরপুর বিভাগে ছয়টি বাস, তিনটি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ১৬৩টি।
অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ২৬টি বাস, চারটি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ২১০টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ৪৪৩টি।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮টি বাস, ১০টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ৩৪৬টি।
ট্রাফিক-রমনা বিভাগে সাতটি বাস, পাঁচটি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ২৫টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ৯৩টি।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, সাতটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেল আটকসহ মোট মামলা হয়েছে ১২২টি।
এছাড়াও অভিযানকালে মোট ২৬২টি গাড়ি ডাম্পিং ও ১০৮টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।
এতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। বাসস



