জাল নোট প্রতিরোধে বিজিবি’র নজরদারি জোরদার

জাল নোট প্রতিরোধে সীমান্তে আভিযানিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) |সংগৃহীত

জাল নোট প্রতিরোধে সীমান্তে আভিযানিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাল নোট প্রতিরোধে সীমান্তে আভিযানিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে। বাসস