কেবল ছাত্র উপদেষ্টা নয়, অন্তর্বর্তী সরকারের সাথে যুক্ত আরো কেউ কেউ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার আলোচনায় রয়েছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি করেন তিনি।
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘শুধু আমরা দু’জন ছাত্র উপদেষ্টা না, আরো যারা সরকারের সাথে বিভিন্নভাবে জড়িত আছেন কেউ কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে।’
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কেউ নির্বাচন করতে পারবেন না এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই। তবে পদে থেকে নির্বাচন করা স্বার্থের সঙ্ঘাত ঘটায় বলেই নির্বাচনে অংশ নেয়ার আগে সরকার থেকে পদত্যাগ করা প্রয়োজন।
তবে, নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা থাকলেও কোন আসন থেকে বা কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন এ নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেননি বলেও জানান আসিফ মাহমুদ। বিবিসি



