বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থীও হতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের একথা বলেন ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, ‘তারেক রহমান এখনো ভোটার হননি। তবে আবেদনসাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন।’
তারেক রহমান নির্বাচন করতে পারবেন কি না- সাংবাদিককের এ প্রশ্নের উত্তরে সচিব বলেন, ‘করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।’
কমিশন কিসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে- এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, ‘আইনে আছে।’ এ সময় তিনি সাংবাদিকদের ভোটার তালিকা নিবন্ধন আইন দেখে নেয়ার পরামর্শ দেন।


