৪৮তম বিসিএস থেকে ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে ৩২৬৩ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৮তম বিসিএস (বিশেষ্য) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ৮০,০০,০০০০,২০২,৬৪.০৩০,২৫-১০৫ নম্বর ও ২৭ অক্টোবর ২০২৫ তারিখের ৮০,০০,০০০০,২০২,৬৪,০৩০,২৫-১২৩ সুপারিশপত্র এবং ১৭ নভেম্বর ২০২৫ তারিখের ৮০,০০,০০০০,২০২,৬৪.০০০.২৫ (অংশ)-১৪৬ নম্বর পত্রের তথ্যের আলোকে এ প্রজ্ঞাপনের ৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত ৩২৬৩ (তিন হাজার দু’ শ’ তেষট্টি) জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে নিম্নবর্ণিত শর্তে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ প্রাপ্তদের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অথবা সরকার নির্ধারিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

ওই বুনিয়াদি প্রশিক্ষণ শেষে চাকরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পেশাগত ও বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধি-বিধান অনুযায়ী তার জ্যেষ্ঠতা নির্ধারিত হবে, নিয়োগ পরবর্তী কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

যদি তিনি কোনো বিদেশী নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকেন, তবে এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

এ প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি, এরূপ ক্ষেত্রে তার চাকরির বিষয়ে সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ প্রযোজ্য হবে এবং সরকার কর্তৃক ভবিষ্যতে প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রিত হবে।

মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্তদের মুক্তিযোদ্ধার সনদ পরবর্তী সময়ে যাচাই-বাছাইকালে মিথ্যা বা জাল প্রমাণিক হলে তাৎক্ষণিকভাবে তার নিয়োগ বাতিল হবে এবং তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে।

চাকরিতে যোগদানের জন্য তিনি কোনো প্রকার ভ্রমণ ভাতা দৈনিক ভাতা পাবেন না।

উল্লিখিত শর্তাবলি তার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হলে আগামী ১৮ মাঘ ১৪৩২/ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পূর্বাহ্ণে স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য তাকে অনুরোধ করা হলো। স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এ যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। বাসস