পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় কোরবানির পশু জবাই ও গোশত কাটাকাটি করতে গিয়ে অসাবধানতাবশত ১১০ জন আহত হয়েছেন। এরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ জুন) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এসব আহতরা হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা: মুশতাক আহমেদ বলেন, ‘সকাল থেকে এখন পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে ১১০ জনের বেশি আহত এসেছেন। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি দেয়া হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’
প্রতি বছর ঈদুল আজহার দিন অসাবধানতাবশত এমন আহত হওয়ার ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের অধিকাংশই মৌসুমি কসাই। আবার নিজেদের গরু কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন এমন লোকজনও আছেন। আহতের সংখ্যা আরো বাড়তে পারে।