২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

‘উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেয়া হয়েছে। আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮ দিন।’

নয়া দিগন্ত অনলাইন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছুটির অনুমোদন
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছুটির অনুমোদন |সংগৃহীত

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। যেখানে নির্বাহী আদেশ এবং সাধারণ ছুটি আছে মোট ২৮ দিন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের ৪৭তম বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেয়া হয়েছে। আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮ দিন।

তবে এর মধ্যে নয় দিন শুক্র ও শনিবার হওয়ায় মূল ছুটি, অর্থাৎ কর্মদিবসে ছুটি ১৯ দিন। বিবিসি