ঢাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসাচ্ছে ডিএমপি

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপি
ডিএমপি |ইন্টারনেট

ঢাকা মহানগরীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তল্লাশি ব্যবস্থা জোরদারে গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকায় বসিলা, বাবুবাজার, পোস্তগোলা ব্রিজ, মাতুয়াইল ইউ-লুপ, স্টাফ কোয়ার্টার, কমলাপুর-বাসাবো রাস্তায়, গাবতলী, তিনশ ফিট, আব্দুলাহপুর ব্রিজ, কামারপাড়া, ধৌড় ব্রিজসহ কয়েকটি জায়গায় তল্লাশি চৌকি বসানো হয়েছে।