ফৌজদারি কার্যবিধি সংশোধন

গ্রেফতারের ১২ ঘণ্টার মধ্যে স্বজনদের জানাতে হবে

গ্রেফতার করার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু বা আইনজীবীর সাথে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল
সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল |ছবি : বাসস

ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এটি কার্যকর হলে একজন ব্যক্তিকে গ্রেফতার করার পর সর্বোচ্চ ১২ ঘণ্টার মধ্যে তার পরিবার, বন্ধু বা আইনজীবীর সাথে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ সংবিধান ও ফৌজদারি কার্যবিধিতে, কোনো ব্যক্তিকে গ্রেফতার করার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বিধান রয়েছে। এছাড়া গ্রেফতারের সাথে সাথে ব্যক্তির পরিবার ও স্বজনদের জানানোর বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে।

কিন্তু অতীতের বহু ঘটনায় এর ব্যত্যয় ঘটতে দেখা গেছে। বিশেষ করে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেয়ার পর আর খোঁজ পাওয়া যায়নি, এমন নজিরও রয়েছে।

মূলত সেই প্রেক্ষাপটেই ফৌজদারি কার্যবিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।