বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা পশ্চিম থানার দক্ষিণ বাড্ডা ওয়ার্ডের সেক্রেটারি ও রুকন রাশিদুল ইসলাম গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় মধ্য বাড্ডার নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাশিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
আজ সোমবার এক যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, মরহুম রাশিদুল ইসলাম ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি কোরআন-সুন্নাহর আদর্শে দেশকে ন্যায়-ইনসাফভিত্তিক ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখতেন এবং সে লক্ষ্যে আজীবন আপোষহীন ছিলেন।
নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য দোয়া করেন। একইসাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবরে জামিল ধারনের তাওফিক কামনা করেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণমিছিলে অংশগ্রহণকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর থেকে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি মেহেরপুর জেলার সদর উপজেলার হিজুলী গ্রামে।
মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় মধ্য বাড্ডার স্থানীয় মাঠে রাত ১টায়। পরে তার লাশ হিজুলী গ্রামে নেয়া হলে ১২ সেপ্টেম্বর দুপুর ২টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি


