দগ্ধদের অবস্থা এখনো স্থিতিশীল নয়, ভর্তি ৩৩ জন : জাতীয় বার্নের পরিচালক

বর্তমানে ৩৩ জন রোগী ভর্তি আছে তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনজন, ১১ জন পোস্ট অপারেটিভ, ১৯ জন কেবিনে ও ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
সংবাদ সম্মেলনে জাতীয় বার্নের পরিচালক ডা: মোহাম্মদ নাসির উদ্দিন
সংবাদ সম্মেলনে জাতীয় বার্নের পরিচালক ডা: মোহাম্মদ নাসির উদ্দিন |নয়া দিগন্ত

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের অবস্থা এখনো স্থিতিশীল নয় এবং জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন ভর্তি ৩৩ জন বলে জানিয়েছেন পরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডা: মোহাম্মদ নাসির উদ্দিন জানান, বর্তমানে ৩৩ জন রোগী ভর্তি আছেন তাদের মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনজন, ১১ জন পোস্ট অপারেটিভ, ১৯ জন কেবিনে ও ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, মঙ্গলবার কোনো মৃত্যু খবর নেই। সোমবার থেকে এখন পর্যন্ত রোগীদের শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি, কাউকে ছাড়পত্র দেয়া হচ্ছে না। তবে চলতি সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে কিছু রোগীকে ছাড়পত্র দেয়া হবে। দগ্ধ সব রোগীকে ফিজিক্যাল ইনজুরির চিকিৎসার সাথে মানসিক চিকিৎসার গুরুত্ব দেয়া হচ্ছে সবচেয়ে বেশি।

এ বিষয়ে নিয়মিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে, স্বাস্থ্য উপদেষ্টার সাথে আলোচনা করা হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে, যাদের ছুটি দেয়া হচ্ছে পরবর্তী সময়ে ফলোআপ চিকিৎসার জন্য তারা আসবে ও তাদের পরবর্তী সময়ে অপারেশনও লাগতে পারে বলে জানান তিনি।