ইসি সচিবের নোটিশ জারি

বিদেশী পর্যবেক্ষক ও মিডিয়ার আবেদন ১৭ জানুয়ারির মধ্যে

এ ব্যাপারে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একই নোটিশ জারি করা হয়েছে।

বিশেষ সংবাদদাতা
বিদেশী পর্যবেক্ষক ও মিডিয়ার আবেদনের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ইসি
বিদেশী পর্যবেক্ষক ও মিডিয়ার আবেদনের জন্য সময়সীমা নির্ধারণ করে দিয়েছে ইসি |ফাইল ছবি

নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক বা বিদেশী নির্বাচন পর্যবেক্ষক ও বিদেশী গণমাধ্যমকে আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য আগামী ১৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। তাদেরকে ইসির দেয়া নীতিমালাও অনুসরণ করে এই আবেদন করার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একই নোটিশ জারি করা হয়েছে।

ইসির নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি, আপনারা জানেন যে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। অনুগ্রহ করে মনে রাখবেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং নির্বাচন প্রক্রিয়ার সকল কার্যক্রম পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রেক্ষাপটে, আমরা আশা করি, বিশ্বজুড়ে নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যম তাদের সুবিধামতো আমাদের স্থানীয় পর্যবেক্ষকদের সাথে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।’

সচিব বলেন, “সেই অনুযায়ী, আমরা আসন্ন গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইচ্ছুক আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বা পর্যবেক্ষক সংস্থা এবং বিদেশী গণমাধ্যমকে ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশী গণমাধ্যম ২০২৫ এর নির্দেশিকা ২০২৫’ এর ২.৩, ২.৪, ২.৫, ২.৬ এবং ৩.১ ধারা অনুযায়ী আবেদন করার জন্য ১৭ জানুয়ারি ২০২৬ সালের মধ্যে আমন্ত্রণ জানাচ্ছি। ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং বিদেশী গণমাধ্যম ২০২৫-এর নির্দেশিকা’ এবং সংশ্লিষ্ট ফরমগুলো www.ecs.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। যদি আপনার কোন প্রশ্ন থাকে, তাহলে নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো: রুহুল আমিন মল্লিকের সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। তাকে ইমেল: [email protected] এবং মোবাইল ফোন: +৮৮০১৭১৫২৯৫০৪৬ (হোয়াটঅ্যাপ)-এর মাধ্যমে যোগাযোগ করা যেতে পারেন।”