আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’ (গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন)-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেছেন, গত ১৫ বছরের অপরাজনীতি ও প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে, বিএনপি ইতিবাচক রাজনীতির চর্চা করছে।
আজ বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সানজিদা ইসলাম তুলি বলেন, ‘ধানের শীষের প্রার্থী হিসেবে এটি আমার প্রথম নির্বাচন। আমি চাই, জনগণের বিশ্বাস ও সমর্থন নিয়ে বিজয়ী হয়ে তাদের পাশে থাকতে।’
তিনি বলেন, আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও নীতি ধারণ করে এবং জনগণকে সাথে নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা কায়েম করাই আমাদের লক্ষ্য।
নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, ঢাকা-১৪ আসনে এখন পর্যন্ত সুন্দর প্রতিযোগিতা চলছে। আমরা প্রতিহিংসার বাইরের রাজনীতি চর্চা করছি এবং আমরা চাই রাজনীতিতে এই পরিবর্তনটা আসুক।
সানজিদা ইসলাম বলেন, গত ১৫ বছর অপরাজনীতি ও প্রতিহিংসার শিকার হয়ে মানুষকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে, কত আত্মত্যাগ ও হত্যাযজ্ঞ আমাদের দেখতে হয়েছে, তা সবাই জানে। সেই অপরাজনীতি, সেই সংস্কৃতি আমরা আর চাই না।
তিনি বলেন, ‘আমরা চাই, এলাকার প্রতিটি নাগরিক যেন সুরক্ষিত ও নিরাপদে থাকেন। একজন নাগরিক হিসেবে তাদের সেই নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবাইকে সাথে নিয়ে কাজ করব।’
নির্বাচনে টাকা ছড়ানোর অভিযোগ ও বিএনপির পলিসি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সানজিদা ইসলাম বলেন, মানুষ এখন সবকিছু দেখতে পায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বার বার স্পষ্ট করেছে যে তারা কী পলিসি ও পরিকল্পনা নিয়ে দেশের জন্য কাজ করতে চায়। অন্য কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আমরা পলিসি লেভেলে এমন স্পষ্ট ইঙ্গিত পাইনি।
তিনি বলেন, ‘বিএনপি তার নির্দিষ্ট লক্ষ্য নিয়ে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।’
এর আগে, সকালে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন সানজিদা ইসলাম তুলি।
আগামীকাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বলে জানান তিনি।
সূত্র : বাসস



