শরিফ ওসমান হাদির নামাজে জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক ও শিক্ষার্থীরা জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ঢাবি’র জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জানাজায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বর থেকে বাসগুলো সংসদ ভবনের উদ্দেশে ছেড়ে যাবে। বাসস



