স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, সাভার সিটি করপোরেশন গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২১ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
তিনি পোস্টে লেখেন, ‘সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।’



