শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
জাতীয় দুটি গুরুত্বপূর্ণ আয়োজন যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য পুলিশের সব শাখাকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত সমন্বয় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো: সরওয়ার এ নির্দেশনা দেন। সভায় জাতীয় কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন ও রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মো: সরওয়ার বলেন, ‘রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেরি ছাড়া জনবল মোতায়েন করতে হবে। সব সংস্থার সাথে সমন্বয় রেখে নিরাপত্তা ব্যবস্থায় কোনো শৈথিল্য চলবে না।’
তিনি আরো জানান, প্রতিটি কর্মসূচিকে ঘিরে ডিএমপি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।
ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো: নজরুল ইসলাম বলেন, ‘সব ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় দিবস দু’টি যেন শান্তিপূর্ণভাবে পালন করা যায়, সেদিকে নজর দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো রোধে বিশেষ নজরদারি চালাতে হবে।’
সভা শুরুর আগে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ আসন্ন দিবসদ্বয়কে কেন্দ্র করে প্রস্তুত করা নিরাপত্তা পরিকল্পনার সার্বিক চিত্র উপস্থাপন করেন।



