বিকেলে সিইসির ভাষণ রেকর্ড

আজ বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড হবে; তফসিল ঘোষণার সময় এখনো নির্ধারিত নয়, আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার হোসেন।

নয়া দিগন্ত অনলাইন
নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন
নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন |সংগৃহীত

আজ বুধবার বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। তবে তফসিল কখন ঘোষণা করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হলে জানানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার হোসেন।

প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে কমিশনে ফেরার পর ইসি সচিব এ কথা জানান।

তিনি বলেন, ‘আজকে বিকেল ৪টার সময় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এখন সম্ভবত স্যার নির্বাচন কমিশনার স্যারদের সাথে বসে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করে তফসিলটা কখন ঘোষণা করবেন সেটা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন। কাজেই যখনই আমি সিদ্ধান্তটা জানতে পারবে আমি আবার আপনাদের সামনের এসে সেটা বলে যাব।’

সাংবাদিকদের অপেক্ষা করার কথা বলে তিনি জানান, ‘হয়তো ঘণ্টাখানেক পরে বা দু’ঘণ্টা পরে আবার আপনাদেরকে আপডেট দিতে পারব।’

সূত্র : বিবিসি