ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো: ওয়ালী উল্লাহ্, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে জেলা বিএনপি কার্যালয়ে দোয়া অনুষ্ঠান করেন মির্জা ফখরুল।



