বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আবারো সড়ক অবরোধের ডাক দিয়ে বুধবারের মতো বিক্ষোভ কর্মসূচি শেষ করেছেন ঢাকার সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ছয় ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান নিয়ে থাকার পর সন্ধ্যায় তারা সড়ক ছেড়ে দেন।
বৃহস্পতিবার সকালে ঢাকার সায়েন্সল্যাব, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়ে বৃহস্পতিবার আবারো সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন তারা।
দাবি মেনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আন্দোলকারী শিক্ষার্থীদের প্রতিনিধি নাঈম হাওলাদার বলেন, ‘আমরা যেহেতু সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা পাচ্ছি না, অতএব আমাদের এই কর্মসূচি আমরা স্পেসিফিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত চলমান রাখব। আমাদের এ ব্লকেড কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে।’
এর আগে, বুধবার দুপুর থেকে ঢাকার সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড়, তাঁতীবাজার এবং মহাখালীর আমতলী মোড় আটকে বিক্ষোভ শুরু করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
এতে ওইসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সন্ধ্যায় সড়ক ছেড়ে দেয়ার পর যানজট কিছুটা কমতে থাকে।



