ছেলেকে বিদেশ পাঠাতে নেয়া ঋণের চাপে মায়ের আত্মহত্যা

এনজিও থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আজিমুন্নেসা নামের ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল |সংগৃহীত

রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় এনজিও থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আজিমুন্নেসা (৫২) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৩টার দিকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে মিম আকতার জানান, আমার মা আমার ভাইকে বিদেশে পাঠানোর জন্য বিভিন্ন এনজিও সংস্থা থেকে বিভিন্ন মেয়াদে ঋণ উত্তোলন করেন। পরে ঋণের টাকা দিয়ে ভাইকে বিদেশে পাঠান, ঋণের টাকা পরিশোধ করার মানসিক চাপে, নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমার মা হতাশাগ্রস্ত হয়ে রুমে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেন। আমরা দেখতে পেয়ে ডেমরা থানার পুলিশকে খবর দেই। পরে পুলিশের সহযোগিতায় আমার মাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমাদের বাসা ডেমরার পূর্ব বক্সনগর এলাকার মোহাম্মদ ফারুক উদ্দিনের বাড়ির তৃতীয় তলায়। আমরা ভাড়া থাকি। আমার বাবা আব্দুল মজিদ মোল্লা আমাদের সাথে থাকেন। আমরা চার বোন এক ভাই।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।