গোপালগঞ্জকে সাথে নিয়েই নতুন বাংলাদেশ গড়ব : তাসনিম জারা

পথটা লম্বা। চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে, ইতিহাস বদলায়।

নয়া দিগন্ত অনলাইন
জুলাই পদযাত্রায় শিক্ষার্থীদের সাথে এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা
জুলাই পদযাত্রায় শিক্ষার্থীদের সাথে এনসিপি’র জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা |ফেসবুক থেকে নেয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা বলেছেন, গোপালগঞ্জকে সাথে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ব।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন।

তাসনিম জারা লিখেছেন, ‘মধুমতির কোল ঘেঁষে গোপালগঞ্জ। গোপালগঞ্জ সারা বাংলাদেশের। যেভাবে জেলাগুলোকে পূর্বে দলীয়করণ করা হয়েছে, বগুড়া, কুমিল্লা জেলাগুলোকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, সেই সংস্কৃতিতে আমরা আর ফেরত যাবো না।’

তিনি লেখেন, ‘অনেকে আমাদের ৭১ বিরোধী বলে দেখাতে চান। কিন্তু ৭১ আমাদের, ২৪ আমাদের। ৪৭, ৭১, ২৪ এই জনপদের মানুষ অন্যায়ের বিরুদ্ধ লড়াই করেছে। বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই জারি থাকবে। কোনো ব্যক্তি বা পরিবার আর বাংলাদেশকে কিনে নিতে পারবে না। কোনো একক ব্যক্তি বা পরিবারের স্বার্থে বাংলাদেশ বিক্রি হবে না। বাংলাদেশ হবে সবার।’

ডা: তাসনিম জারা বলেন, ‘যারা দেশের সংস্কারে বাধা দিবেন, জনগণ তাদের মনে রাখবে। আমাদের পদযাত্রা গোপালগঞ্জকে বাদ দিয়ে নয়। গোপালগঞ্জের সন্তানেরা যাতে বৈষম্যের স্বীকার না হয়, সেজন্য আমাদের লড়াই।’

সবশেষে তিনি বলেন, ‘গোপালগঞ্জকে সাথে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ব। পথটা লম্বা। চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে, ইতিহাস বদলায়।’

জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জে সমাবেশ করছে এনসিপি।