ফ্ল্যাট জালিয়াতি

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বিকল্প কোনো উপায় না পেয়ে দীর্ঘ পাঁচ মাস পর টিউলিপের সাথে থাকা আসামি খসরুজ্জামানকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করেছে দুদক।

নয়া দিগন্ত অনলাইন
টিউলিপ সিদ্দিক
টিউলিপ সিদ্দিক |ফাইল ছবি

অনৈতিকভাবে রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দিয়ে এ ফ্ল্যাট গ্রহণের মামলায় চার্জশিট দিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো: আক্তার হোসেন।

এ মামলায় টিউলিপের সাথে থাকা আরো দু’ আসামি ছিলেন–রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো: খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেন।

দুদক জানায়, চলতি বছরের জুলাই মাসে মামলা তদন্তের একেবারে শেষ পর্যায়ে মামলার আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করে। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

বিকল্প কোনো উপায় না পেয়ে দীর্ঘ পাঁচ মাস পর টিউলিপের সাথে থাকা আসামি খসরুজ্জামানকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করেছে দুদক।

দুদকের তদন্তে উঠে এসেছে, ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি চিঠিতে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেছেন বলে উল্লেখ রয়েছে। রাজউকে প্রেরিত ফ্ল্যাট মালিকদের তালিকার নোটশিটেও তার নাম অন্তর্ভুক্ত পাওয়া যায়। সিটি করপোরেশনের নথিতে দেখা যায়, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন ২০০১ সাল থেকেই ফ্ল্যাটটি তার দখলে আছে বলে ইস্টার্ন হাউজিং তথ্য প্রদান করেছিল। তদন্তে আরো জানা যায়, ২০০২ সালে রেজিস্ট্রি হওয়া ফ্ল্যাটটি তিনি আয়কর নথিতে বহু বছর গোপন রেখে ডেভেলপারকে অগ্রিম প্রদানের মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এছাড়া, ছোট বোনের কাছে হেবা করার যে দলিল তিনি দেখান, তা জাল প্রমাণিত হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নথিতেও ফ্ল্যাটটির কর পরিশোধ ও নাম জারির রেকর্ড এখনো তার নামেই বহাল রয়েছে, যা মালিকানা গোপনের প্রচেষ্টাকে আরো স্পষ্ট করে।

তদন্তে প্রাপ্ত এসব প্রমাণের ভিত্তিতে দুদক দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। বাসস