এনআইডির তথ্য ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে : ডিজি হুমায়ুন কবীর

একইসাথে যে ডেটা সেন্টারে বাংলাদেশের নাগরিকদের তথ্য সংরক্ষণ করা হয়েছে, সেটি এখন ‘পরিপূর্ণ নিরাপদ’ বলে দাবি করেছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
অতীতে এনআইডির তথ্য ফাঁসের ঘটনা ঘটতে দেখা গেছে
অতীতে এনআইডির তথ্য ফাঁসের ঘটনা ঘটতে দেখা গেছে

বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর।

সোমবার (১৯ মে) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় পরিচয় নিবন্ধনের মহাপরিচালক বিষয়টি জানান।

একইসাথে যে ডেটা সেন্টারে বাংলাদেশের নাগরিকদের তথ্য সংরক্ষণ করা হয়েছে, সেটি এখন ‘পরিপূর্ণ নিরাপদ’ বলে দাবি করেছেন তিনি।

তিনি বলেন, মেইনটেইন্সের ধারাবাহিকতায় ডেটা সেন্টার নিজস্ব জলবল দিয়ে চেক করা হয়েছে। কোনো সুবিধা-অসুবিধা রয়েছে কিনা, আপডেটেড রয়েছে কিনা। আমাদের অবস্থান থেকে যতগুলো ইনোশিয়েটিভ নেয়া দরকার, সে ব্যবস্থাগুলো নিয়েছি। এখন আমাদের এ ডেটা সেন্টার পরিপূর্ণ নিরাপদ।

এ ছাড়া নাগরিকদের মধ্যে এতদিন যাদের দুটি করে জাতীয় পরিচয়পত্র ছিল, তাদের মধ্যে একটি বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক।

তিনি বলেন, একই ব্যক্তির দুটি এনআইডি বা ভোটার তালিকায় দুটি তথ্য রয়েছে- ইসির সিদ্ধান্তক্রমে প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছি। এ মুহূর্তে আমাদের জানামতে- দুটি এনআইডি আর কারো নেই।