দোহায় বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষর

‘প্রাথমিকভাবে ৮০০ সদস্য কাতারে নিয়োগের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতায় দু’ দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।’

নয়া দিগন্ত অনলাইন
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর)
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) |সংগৃহীত

কাতারের দোহায় বাংলাদেশ-কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, ‘প্রাথমিকভাবে ৮০০ সদস্য কাতারে নিয়োগের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতায় দু’ দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।’

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতারের পক্ষে চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই।